এই লেখা লিখতে বসার সময় সারা বিশ্বে ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে; ২,৭৫,৮৭১ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত এবং ১১,২৯৮ জন এতে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলেছে। মানবসভ্যতার জন্য থেকে এর চেয়ে ভয়ংকর সংবাদ আর কী হতে পারে? ঠিক এরকম না হলেও কাছাকাছি একধরনের ভাইরাস পৃথিবী দেখেছিল ২০০২-২০০৩ সালে। সেই ভাইরাসের নাম ছিল সার্স (SARS – Severe Acute Respiratory Syndrome)।