ভবিষ্যৎ কথন: প্রাণঘাতী হিটওয়েভ আঘাত হানলে কী হবে ভারতের পরিণতি?
মনে করুন, আজ থেকে ২০ বছর পর, ২০৪১ সালে এক মারণঘাতি হিটওয়েভ আঘাত হেনেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। তখন কী হবে দেশটির অবস্থা? এবং কেনই বা চেন্নাই ও হায়দরাবাদ, এই দুই শহরের পরিস্থিতি হবে সম্পূর্ণ বিপরীত? সেই ভবিষ্যৎ বাস্তবতাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কল্পনার তুলিতে আঁকবার চেষ্টা করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘দ্য ইকোনমিস্ট’। ‘আ টেল অভ টু সিটিজ’ শীর্ষক সেই লেখাটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ তুলে ধরা হচ্ছে বিজ্ঞান চিন্তার পাঠকদের জন্য।
 
                                    
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
                       
                       
                      