মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের ১০০ ভাগের ১ ভাগ মাত্র। ফলে পৃথিবীর তুলনায় মঙ্গলগ্রহে কোনো আকাশযানের উড্ডয়ন বহুগুণে কঠিন।
মঙ্গলগ্রহে কোনো আকাশযানের ভূমি থেকে উড্ডয়ন করতে সক্ষম হওয়া আর পৃথিবীতে কোনো আকাশযানের ভূপৃষ্ঠ থেকে ৩০,০০০ মিটার (বা ১,০০,০০০ ফুট) উচ্চতায় পৌঁছানো সমতুল্য। এখন পর্যন্ত পৃথিবীতে কোনো হেলিকপ্টার ভূপৃষ্ঠ থেকে ৩০,০০০ মিটার উঁচুতে উঠতে পারেনি। কিন্তু ইনজেনুইটি মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। এজন্য এটি কোনো সাধারণ কৃতিত্ব নয়, বরং মহাকাশ প্রযুক্তির ইতিহাসে একটি অনন্যসাধারণ অর্জন।