Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

মহামারি কেন মন্থর করতে পারেনি জলবায়ু পরিবর্তনকে?

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলো এড়াতে লকডাউনের প্রক্রিয়াকে ইতিবাচক মনে করা হচ্ছিলো, মনে করা হচ্ছিলো লকডাউন মন্থর করে দিবে জলবায়ু পরিবর্তনের গতিকে। বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

article

সেলফ সারভিং বায়াস: নিজের ব্যর্থতার দায় যখন অন্যকে দেই

পরীক্ষার ফল ভালো হলে তার কৃতিত্ব নিজের; মন্দ হলে ক্লাসে শিক্ষক ভালো পড়ায়নি, প্রশ্ন কঠিন এসেছিল কিংবা পরীক্ষার বিষয়টিই অনেক কঠিন ছিল ইত্যাদি। এরকম ঘটনা শুধু পরীক্ষার সময়েই যে ঘটে তা না। দৈনন্দিন জীবনের আরো অনেক জায়গায়

article

পুরকৌশলের প্রাথমিক ধারণা || পর্ব ১ || বেঁচে থাকার জন্য বাসস্থান কেন জরুরি?

বাসস্থান মানেই শুধুমাত্র ইট-পাথরের একটি বস্তু নয়। এর সাথে জড়িয়ে আছে মানব জাতির অস্তিত্ব। পুরকৌশল সেই অস্তিত্বের সন্ধানেরই গাণিতিক রূপ মাত্র। মানুষ কবে থেকে সুনির্দিষ্টভাবে কোনো স্থানে বসবাসের পরিকল্পনা শুরু করলো? পুরকৌশলের শাখাগুলো কি কি? একজন পুরকৌশলী কি শুধু তাঁর প্রকৌশলবিদ্যা দিয়েই পাড় পেয়ে যেতে পারবেন? নাকি এর সাথে আরো বড় কোনো মহাজজ্ঞের যোগসাজশ রয়ে গেছে?

article

মধ্যযুগের হারিয়ে যাওয়া এক বিখ্যাত ফলের সন্ধান

নিদেনপক্ষে ২০০০ বছর আগেকার ঘটনা ধরে নিলেও এই ১৯ খানা বীজের দশা এতটাই অক্ষুণ্ণ ছিল যে দেখে মনে হচ্ছিল যেন গতকালই সেগুলো কেউ ওখানে রেখে গিয়েছে। উদ্ভিদবিজ্ঞানীদের বলা যায় ঘোল খাইয়ে ছেড়েছে এই ১৯টি বিশালাকার ফলের বীজ।

article

দুঃস্বপ্নের কথা

দুঃস্বপ্নের অনুভূতির তীব্রতা যদি অত্যধিক হয় এবং ব্যক্তি যদি দিনের পর দিন দুঃস্বপ্ন দেখতে থাকেন, তাহলে সেটিকে ব্যাড ড্রিম না বলে নাইটমেয়ার বলা হয়ে থাকে। মানুষের দৈনন্দিন জীবনযাপনে ব্যাড ড্রিম খুব আহামরি প্রভাব না ফেললেও নাইটমেয়ার অবশ্যই দুশ্চিন্তার কারণ। 

article

ইনজেনুইটি: পৃথিবীর হেলিকপ্টার উড়েছে মঙ্গলের বুকে

মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের ১০০ ভাগের ১ ভাগ মাত্র। ফলে পৃথিবীর তুলনায় মঙ্গলগ্রহে কোনো আকাশযানের উড্ডয়ন বহুগুণে কঠিন।

মঙ্গলগ্রহে কোনো আকাশযানের ভূমি থেকে উড্ডয়ন করতে সক্ষম হওয়া আর পৃথিবীতে কোনো আকাশযানের ভূপৃষ্ঠ থেকে ৩০,০০০ মিটার (বা ১,০০,০০০ ফুট) উচ্চতায় পৌঁছানো সমতুল্য। এখন পর্যন্ত পৃথিবীতে কোনো হেলিকপ্টার ভূপৃষ্ঠ থেকে ৩০,০০০ মিটার উঁচুতে উঠতে পারেনি। কিন্তু ইনজেনুইটি মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। এজন্য এটি কোনো সাধারণ কৃতিত্ব নয়, বরং মহাকাশ প্রযুক্তির ইতিহাসে একটি অনন্যসাধারণ অর্জন।

article

যে আবিষ্কারগুলোর জন্য পৃথিবী ঋণী প্রাচীন ভারতের কাছে

শূন্যের কার্যকর ব্যবহার এবং এর আলোকে দশ-ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার ও লিপিবদ্ধ ব্যবহারের কৃতিত্ব প্রদান করা হয়ে থাকে ভারতীয় সভ্যতাকে।
খ্রিস্টপূর্ব প্রায় ৪০০ সালের দিকে ভারতবর্ষে দশভিত্তিক সংখ্য ব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়।

article

হিন্ডসাইট বায়াস: যেভাবে আমরা অতীতের ঘটনা ভুলভাবে বিচার করি

অপরাধীর ব্যাপারে চিন্তা না করে, নির্যাতিতকে ‘নিজের দূর্ভাগ্য নিজেই টেনে এনেছে’ বলে দোষারোপ করা হয়। গবেষণায় দেখা গেছে, হিন্ডসাইট বায়াসের ফলে, ধর্ষণের শিকার হওয়ার পরে নির্যাতিতকেই বেশি অবজ্ঞা সহ্য করতে হয়।

article

অ্যাপোলো ১৩ চন্দ্রাভিযান: দুর্ঘটনা মোকাবেলার গল্প || পর্ব ১২

লাভেল আর হাইসের এত ব্যস্ততা ছিল যে, তারা দুশ্চিন্তা করার সময়ই পাচ্ছিলেন না। স্পেসক্রাফটের কোনো পাশ যেন সূর্যের কারণে অতি উত্তপ্ত না হয়, সেদিকে লক্ষ রাখতে হচ্ছিল। সার্ভিস মডিউল থেকে তখনো মাঝে মাঝে অক্সিজেন বের হয়ে যাচ্ছিল, তবে এর তীব্রতা আগের চেয়ে কম ছিল। লাভেল বাম হাত দিয়ে লুনার মডিউলের ড্যাশবোর্ডে থাকা কন্ট্রোল থ্রাস্টা জেটের হ্যান্ড কন্ট্রোল ধরে রেখেছিলেন। এটা স্পেসক্রাফটের গতিপথ নির্দিষ্ট দিকে রাখার জন্য প্রয়োজন ছিল। এটা করতে তার অনেক সমস্যা হচ্ছিল। কারণ লুনার মডিউলের নকশা পুরো স্পেসক্রাফটের গতিপথ নিয়ন্ত্রণের মতো করা হয়নি। লুনার মডিউলের অবস্থান ছিল স্পেসক্রাফটের এক প্রান্তে। বাকি দুইটি মডিউল বহন করার জন্য এটা ছিল খুব বাজে অবস্থান। এর থ্রাস্টারগুলোও ছিল খুব দুর্বল, যা এর দ্বিগুণ পরিমাণ ভার বহন করার উপযোগী ছিল না।

article

End of Articles

No More Articles to Load