অ্যাপোলো ১৩ চন্দ্রাভিযান: দুর্ঘটনা মোকাবেলার গল্প || পর্ব ১১
দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর রাত ২টা ৪৩ মিনিটে লাভেল বাম হাত দিয়ে একটা সুইচ টিপলেন। ত্রিশ সেকেন্ড সময় ধরে তিনি মেঝের দিকে চাপ অনুভব করলেন। ওই মুহূর্তে ওটাই ছিল রকেট চালু হওয়া বোঝার একমাত্র ইঙ্গিত। পরবর্তীতে স্পেসক্রাফটের গতির দিক ক্ষুদ্র সংশোধন করা হলে এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ভারত মহাসাগরে পতিত হয় চার দিনেরও কম সময়ে। রিকভারি অফিসাররা ভারত মহাসাগরে কোনো জাহাজ মোতায়ন করেননি। ফলে তাদেরকে দ্রুত কাজ করতে হচ্ছিল এটা নিয়ে।