বছর শেষে বর্ষসেরা ওডিআই দলের পর রোর বাংলা বর্ষসেরা টেস্ট একাদশও সাজালো। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনায় ২০১৭ পঞ্জিকাবর্ষের সেরা একাদশ সাজানো হলো।
১. ডেন এলগার (দক্ষিণ আফ্রিকা)
৩০ বছর বয়সী ডেন এলগার ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট একাদশের ওপেনিংয়ে প্রথম পছন্দ। ২০১২ সালে ক্যারিয়ার শুরু করা এলগার ২০১৬ সাল পর্যন্ত পাঁচটি শতক হাঁকিয়েছিলেন। ২০১৭ সালে হাঁকান আরও পাঁচটি শতক। বছর শুরু করেন শ্রীলঙ্কার বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে।
বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ বাদ দিলে, দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৭ সালের সবকয়টি সিরিজে কমপক্ষে একটি শতক হাঁকিয়েছেন এলগার। মার্চে ডুনেডিন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান এবং জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষেও রানের মধ্যে ছিলেন এলগার। দুই টেস্টে দুটি শতক হাঁকান তিনি। সিরিজের প্রথম টেস্টে দ্বিশতক থেকে মাত্র এক রান দূরে থাকতে ক্যারিয়ার সেরা ১৯৯ রান করে সাজঘরে ফেরেন। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেন ১১৩ রানের ইনিংস। ডেন এলগার ২০১৭ সালে ১২টি টেস্টে ৫৩.৭১ ব্যাটিং গড়ে ১,১২৮ রান করেছেন, এর মাঝে শতক পাঁচটি এবং অর্ধশতক চারটি। ২০১৭ সালে তার সর্বোচ্চ ইনিংস বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রান।
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
ডেন এলগার ব্যতীত ২০১৭ সালে টেস্ট ওপেনার হিসাবে আর মাত্র একজন সহস্রাধিক রান করেছেন। শ্রীলঙ্কান ওপেনার দিমুথ কারুনারত্নে ১৩ ম্যাচে ৩৯.৬৫ ব্যাটিং গড়ে ১,০৩১ রান করেছেন। করুনারত্নের চেয়ে মোট রান কম হলেও সবদিক বিবেচনায় ওয়ার্নার এগিয়ে থাকবেন। ডেভিড ওয়ার্নার ২০১৭ সাল শুরু করেন নিজের স্বভাবসুলভ বিস্ফোরক ইনিংসের মধ্য দিয়ে। পাকিস্তানের বিপক্ষে সিডনিতে জানুয়ারির ৩ তারিখে শুরু হওয়া টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৯৫ বলে ১১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৭ বলে করেন ৫৫ রান! উড়ন্ত সূচনার করার পর ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন ওয়ার্নার। আট ইনিংসে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস মাত্র একটি।
ভারতের বিপক্ষে দুঃস্বপ্নের সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে এবং অ্যাশেজে রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১২ রান করার পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে করেন ১২৩ রান। ২০১৭ সালে মাঠে গড়ানো অ্যাশেজের প্রথম চার টেস্টে একটি শতক এবং দুটি অর্ধশতক হাঁকান তিনি। ডেভিড ওয়ার্নার ২০১৭ সালে ১১টি টেস্টে ৪৯.৮৫ ব্যাটিং গড়ে ৯৯৭ রান করেছেন। শতক চারটি এবং অর্ধশতক চারটি। সর্বোচ্চ ইনিংস বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান।
৩. চেতেশ্বর পূজারা (ভারত)
ভারতের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান পূজারা ২০১৭ সালে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার মধ্যে আটটি টেস্টে কমপক্ষে একটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ৮৩ এবং ৫৪ রানের ইনিংসের মধ্য দিয়ে বছর শুরু করেন পূজারা।
মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচিতে ৫২৫ বলে ২০২ রানের অসাধারণ ইনিংস খেলেন। ২০১৭ সালে মোট চারটি শতক হাঁকান পূজারা। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকিয়েছেন তিনটি। চেতেশ্বর পূজারা ২০১৭ সালে ১১টি টেস্টে ৬৭.০৫ ব্যাটিং গড়ে ১,১৪০ রান করেছেন। এর মাঝে শতক চারটি এবং অর্ধশতক পাঁচটি।
৪. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
বর্তমানে টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ২০১৭ সালও কাটিয়েছেন রাজকীয় হালে। ২০১৭ পঞ্জিকাবর্ষের সর্বাধিক রান সংগ্রাহক তিনিই। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে তিনটি শতক হাঁকিয়েছিলেন তিনি। পুনেতে ম্যাচজয়ী ১০৯ রানের ইনিংস খেলার পর রাঁচিতে অপরাজিত ১৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন স্মিথ। ধর্মশালাতেও খেলেন ১১১ রানের ইনিংস।
আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বড় ইনিংস খেলতে না পারলেও অ্যাশেজে ঠিকই জ্বলে উঠেন স্টিভ স্মিথ। ব্রিসবেনে প্রথম অ্যাশেজ টেস্টে তার লড়াকু ১৪১* রানের ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসে লিড নেয় অস্ট্রেলিয়া। পার্থে তৃতীয় অ্যাশেজ টেস্টে ক্যারিয়ার সেরা ২৩৯ রানের ইনিংস খেলার পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ম্যাচ বাঁচানো ১০২* রানের ইনিংস খেলেন সময়ের সেরা টেস্ট ব্যাটসম্যান। স্টিভেন স্মিথ ২০১৭ সালে ১১টি টেস্টে ৭৬.৭৬ ব্যাটিং গড়ে ১,৩০৫ রান সংগ্রহ করেছেন। এর মাঝে ছয়টি শতক এবং তিনটি অর্ধশতক।
৫. বিরাট কোহলি- অধিনায়ক (ভারত)
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ২০১৭ সালে তার মোট টেস্ট রানের সিংহভাগ রান করেছেন ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্টে রানের দেখা পাননি কোহলি। তিন টেস্টের পাঁচ ইনিংসে যথাক্রমে ০, ১৩, ১২, ১৫ এবং ৬ রান করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে দেন শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাটিতে বিরাটের শেষ চারটি ইনিংস যথাক্রমে ১০৪*, ২১৩, ২৪৩ এবং ৫০!
বিরাট কোহলি ২০১৭ সালে ১০ ম্যাচে তিনটি দ্বিশতক হাঁকিয়ে ৭৫.৬৪ ব্যাটিং গড়ে ১,০৫৯ রান করেন। পাঁচ নম্বরে আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেনি। তাই বিরাট কোহলি এই একাদশে জায়গা করে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি চারে ব্যাট করলেও এই একাদশে তিনি জায়গা পেয়েছেন পাঁচে।
৬. সাকিব আল হাসান (বাংলাদেশ)
২০১৭ সালে ব্যাটে-বলে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলোম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে সাকিব আল হাসান ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ম্যাচে শিকার করেন ছয় উইকেট। তার অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে পরাজিত করে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের নায়কও সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ৮৪ রান করার পর দুই ইনিংসে দশ উইকেট শিকার করেন তিনি। ২০১৭ সাল শুরু করেছেন ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসের মধ্য দিয়ে। সাকিব আল হাসান ২০১৭ সালে সাতটি টেস্টে ৪৭.৫০ ব্যাটিং গড়ে ৬৬৫ রান করেন। এর মাঝে শতক দুইটি এবং অর্ধশতক তিনটি। ৩৩.৩৭ বোলিং গড়ে শিকার করেন ২৯ উইকেট।
৭. কুইন্টন ডি কক- উইকেটরক্ষক (দক্ষিণ আফ্রিকা)
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর মধ্যে সবার উপরে থাকবে উইকেটরক্ষক ব্যাটসম্যানের দায়িত্ব। ২০১৭ সালে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করেছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েলাও ছয়টি অর্ধশতক হাঁকিয়েছেন। জাদেজা এবং আশ্বিনদের বলে ঋদিমান সাহার উইকেটকিপিং ছিলো চোখ জুড়ানো। এদের সবাইকে টপকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। কেপটাউনে ২০১৭ সালে নিজের প্রথম ইনিংসে ১০১ রান করেন ডি কক। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন ও হ্যামিল্টনে ৯১ ও ৯০ রানের দুটি ইনিংস খেলেছিলেন তিনি।
ব্যাট হাতে ১৯ ইনিংসে ৩৬.৪১ ব্যাটিং গড়ে একটি শতক এবং চারটি অর্ধশতকের সাহায্যে ৬১৯ রান করেছেন ডি কক। উইকেটরক্ষক হিসাবে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন। ২২ ইনিংসে ৫০টি ডিসমিসাল, ৪৫টি ক্যাচ এবং পাঁচটি স্ট্যাম্পিং। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭টি ডিসমিসাল বেয়ারস্টো এবং ঋদ্ধিমান সাহার।
৮. রবীন্দ্র জাদেজা (ভারত)
২০১৭ সালে টেস্ট ক্রিকেটে র্যাংকিংয়ে বিশ্বসেরা বোলার এবং বিশ্বসেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এই একাদশে বোলিং অলরাউন্ডার হিসাবে জায়গা করে নিয়েছেন তিনি।
রবীন্দ্র জাদেজা ২০১৭ সালে ১০টি টেস্টের ১৪ ইনিংস ব্যাট করে ৪১.০০ ব্যাটিং গড়ে ৩২৮ রান করেছেন। ব্যাটিং পজিশন শেষের দিকে হওয়া সত্ত্বেও নিজের দায়িত্ব ভালোভাবে পালন করেছেন জাদেজা। বল হাতে ১০ টেস্টে ২৩.০৫ বোলিং গড়ে ৫৪ উইকেট শিকার করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৬৩ রানের বিনিময়ে ছয় উইকেট তার সেরা বোলিং বিশ্লেষণ।
৯. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
২০১৭ সালে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা। ডেল স্টেইন এবং ফিল্যান্ডার ইনজুরির কারণে দলের বাহিরে থাকলেও তাদের অভাব বোধ করতে দেননি রাবাদা।
দক্ষিণ আফ্রিকার তরুণ এই পেসার ২০১৭ সালে ১১ ম্যাচে ২০.২৮ বোলিং গড়ে ৫৭ উইকেট শিকার করেছেন। ইনিংসে পাঁচ উইকেট তিনবার এবং ম্যাচে দশ উইকেট দুইবার শিকার করেছেন। বাংলাদেশের বিপক্ষে ৬৩ রানের বিনিময়ে দশ উইকেট ২০১৭ সালে তার সেরা বোলিং পারফর্মেন্স।
১০. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির মধ্য দিয়েও দলের সেরা বোলার অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। দলের উইকেটের প্রয়োজন হলেই অধিনায়ক তার হাতে বল তুলে দেন। প্রথম চার অ্যাশেজ টেস্টে ১৬ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন।
আধুনিক ক্রিকেটের কিংবদন্তি এই পেসার ২০১৭ সালে প্রথম ইংলিশ বোলার হিসাবে পাঁচশো উইকেটের মাইলফলক অতিক্রম করেন। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রান খরচায় সাত উইকেট শিকার করেন। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। বর্তমানে বিশ্বসেরা টেস্ট বোলার জেমস অ্যান্ডারসন ২০১৭ সালে ১১টি টেস্টে মাত্র ১৭.৫৮ বোলিং গড়ে ৫৫ উইকেট শিকার করেছেন। ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন চারবার।
১১. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
উপমহাদেশের বাহিরের স্পিনারদের দলে বেশি সময় ধরে টিকে থাকা অনেক কষ্টসাধ্য। কিন্তু নাথান লায়ন ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় দিয়ে বাইশ গজ দাপিয়ে বেড়াচ্ছেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজলেউডদের মতো পেসার দলে থাকা সত্ত্বেও প্রথম চার অ্যাশেজ টেস্টে তার স্পিন ভেলকিতে শিকার করেছেন ১৭ উইকেট।
নাথান লায়ন ২০১৭ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তিনি ১১টি টেস্টে ২৩.৫৫ বোলিং গড়ে ৬৩ উইকেট শিকার করেছেন। ইনিংসে পাঁচ উইকেট পাঁচবার এবং ম্যাচে দশ উইকেট একবার শিকার করেছেন। উপমহাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ২২ উইকেট শিকার করেছেন। ক্যারিয়ার সেরা বোলিংও করেন ২০১৭ সালে। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ৫০ রান খরচায় আট উইকেট শিকার করেন নাথান লায়ন।
ফিচার ইমেজ: Team Roar (GettyImages)