গণিত শিক্ষক আবশ্যক
স্কুলের ম্যাথ টিচার খুঁজতে এমন বিজ্ঞাপন চোখে পড়ে অহরহ। আপনি নিজেও যদি গণিতের শিক্ষক খোঁজেন, তাহলেও নিশ্চয়ই এমন কিছুই হবে আপনার সেই বিজ্ঞপ্তির ভাষা। তবে ভারতের অন্যতম ধনকুবের, আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কার বেলায় কিন্তু সেটা ঘটেনি। গত শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে চোখটাই ছানাবড়া হয়ে তার বিশাল এক গণিতের সমীকরণ দেখে!
গণিত শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তিটা দিয়েছে ভারতের গুজরাট রাজ্যের নবসারি জেলার ভক্তাশ্রম বিদ্যালয়। তবে আর দশটা সাধারণ বিজ্ঞপ্তির মতো বিজ্ঞাপন লেখেনি তারা। গণিতের শিক্ষক যে তারা চাইছেন সেটা বিজ্ঞাপন দেখেই বুঝে যাওয়া সম্ভব। কিন্তু যোগাযোগ করার ফোন নাম্বার? সেটাকে পুরোই একটা গণিতের সমীকরণ বানিয়ে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্যাপারটা যেন অনেকটা এমন যে, “যাও না! যদি এই সমীকরণ ভেদ করে ফোন নম্বর খুঁজে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, তাহলেই বুঝবো তুমি গণিত শিক্ষক হওয়ার যোগ্য। দেখিই না কতটা কেরামতি!”
ফোন নম্বর খুঁজে যোগাযোগ করলে তবেই গণিত শিক্ষক হওয়ার প্রাথমিক ধাপ পার করতে পারবেন একজন আবেদনকারী ভক্তাশ্রম বিদ্যালয়ের জন্য। ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? একদিকে নেই প্রচুর আবেদনকারী বাছাইয়ের ঝামেলা, আবার একইসাথে বিদ্যালয়টি নিশ্চিত করলো যে তারা একদম যোগ্য মানুষকেই বেছে নিচ্ছে যোগ্যতার ভিত্তিতে। আসলেই তো, এমন দারুণ একটা রাস্তা থাকলে সার্টিফিকেট আর মার্কশিটের ঝামেলায় কে জড়ায়। গণিত যে ভালোবাসে তারই তো গণিতের শিক্ষক করা উচিৎ, তাই না? ইতিমধ্যেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে গণিতের শিক্ষক চেয়ে ভক্তাশ্রমের করা এই অভিনব বিজ্ঞাপন। তবে হ্যাঁ, চাইলে সমীকরণের উত্তর বের করে আপনিও কিন্তু আবেদনটা করে ফেলতেই পারেন!