ভাবুন তো এমন একটি পৃথিবীর কথা, যেখানে অনবরত চলছে কনট্যাক্ট ট্রেসিং, কর্মক্ষেত্রে প্রবেশের আগে প্রতিদিন আপনাকে কিছু সাধারণ স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে, নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে আপনার আশেপাশের প্রতিটি এলাকা। কোথাও করোনাভাইরাসের সংক্রমণ পুঞ্জীভূত হওয়ার বিন্দুমাত্র লক্ষণ দেখা পাওয়া মাত্রই সেটুকু জায়গায় লকডাউন ঘোষণা করা হচ্ছে। এমনকি কিছুদিন পরপরই পুরো দেশকেই আবার হয়তো চলে যেতে হচ্ছে লকডাউনে।