বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের ছয় উইকেটের জয়!

  • পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা আনলো ইংল্যান্ড।
  • নিউজিল্যান্ডের চার ব্যাটসম্যান রান আউটের শিকার হন।
  • আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা বেন স্টোকস দ্বিতীয় ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
  • ঘরের মাটিতে একাধারে নয়টি ওয়ানডে জয়ের পর হারের স্বাদ পেলো নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। রান তাড়া করে খেলতে নামা ইংল্যান্ড এর আগের নয়টি ওয়ানডেতেই শেষ হাসি হেসেছিলো। তাই টসে জিতে ঘরের মাটিতে টানা নয়টি ওয়ানডে জিতা নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি ওয়েন মরগান।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন টিম সাউদি। নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নেমে দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হচ্ছিলো কিনা সেটা প্রকাশ পায়নি। তবে রান নিতে গিয়ে ব্যাটসম্যানদের ঠিকই বোঝাপড়ায় সমস্যা হয়েছে।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকান মিচেল স্যান্টনার; Getty Images

আক্রমণাত্মক ওপেনার কলিন মুনরো এবং উইলিয়ামসনের স্থলাভিষিক্ত চ্যাপম্যান নিজেদের নামের পাশে এক রান যোগ করতেই ওয়াকসের শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন। তৃতীয় উইকেট জুটিতে গত ম্যাচের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল দলের হাল ধরার চেষ্টা করলেও সফল হতে পারেননি। দলীয় ৪৮ রান এবং ব্যক্তিগত ১০ রানের মাথায় উইলির থ্রুতে রান আউট হয়ে মাঠ ছাড়েন রস টেইলর।

মার্টিন গাপটিল চতুর্থ ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক হাঁকান। তিনি ৮৭ বলে সাতটি চারের মারে ঠিক ৫০ রান করে মঈন আলীর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। ৪০ বলে ৩৮ রান করা গ্রান্ডহোম এবং ভারপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি রান আউটের শিকার হলে ১৪৭ রানে ৮ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

শেষদিকে মিচেল স্যান্টনার এবং লুকি ফার্গুসেন ৬৯ রান যোগ করে নিউজিল্যান্ডকে ২২৩ রানের সংগ্রহ এনে দেন। মিচেল স্যান্টনার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে ৫২ বলে ছয়টি চার এবং একটি ছয়ের মারে অপরাজিত ৬৩* রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের পক্ষে ওয়াকস, মঈন আলী এবং স্টোকস দুটি করে উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ডের দেওয়া ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৬ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে ওয়েন মরগান এবং বেন স্টোকসের ৮৮ রানের জুটির পর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ছয় উইকেট এবং ৭৩ বল হাতে রেখে সহজ জয় পায় ইংল্যান্ড। ওয়েন মরগান ৬৩ বলে ছয়টি চার এবং তিনটি ছয়ের মারে ৬২ রান করেন।

ব্যাটে-বলে অসাধারণ পারফরমেন্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন বেন স্টোকস; Source – Getty Images

পাঁচ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার দ্বিতীয় ম্যাচে বেন স্টোকস ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। বল হাতে দুই উইকেট শিকারের পাশাপাশি দুটি রান আউটে অবদান রাখেন স্টোকস। ৮৬ রানে তিন উইকেট পতনের পর ৭৪ বলে সাতটি চার এবং একটি ছয়ের মারে অপরাজিত ৬৩* রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন আইপিএলের মিলিয়ন ডলার বয়। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের একাধারে নয় জয়ের জয়রথ থামিয়ে তাড়া করে টানা দশ জয়ের ধারা অব্যাহত রাখে ইংল্যান্ড।

Featured Image – Getty Images

Related Articles

Exit mobile version