আসছে অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক গেম জুরাসিক ওয়ার্ল্ড অ্যালাইভ

  • প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরদের নিয়ে তৈরী তুমুল জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনী মুভি সিরিজ জুরাসিক পার্ক এবং জুরাসিক ওয়ার্ল্ডের পর এবার আসছে অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক গেম জুরাসিক ওয়ার্ল্ড অ্যালাইভ।
  • এতদিন কেবল সিনেমার পর্দা আর ইতিহাসের পাতায় এর দেখা মিললেও এবার অগমেন্টেড রিয়েলেটির অবদানে বাস্তব জগতে দানবগুলো থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতা দিবে গেমটি।
  • ইউনিভার্সাল স্টুডিওস এবং লুডিয়া ইনকর্পোরেটেড এর যৌথ উদ্যোগে কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে গেমটি।
  • গেমটি শুরুর দিকে অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য উন্মুক্ত করা হবে।

২০১৬ সালের মাঝামাঝিতে পোকেমন-গো গেমটি বাজারে আসার পর অগমেন্টেড রিয়েলিটি গেমিংকে এক অন্য পর্যায়ে নিয়ে যায়। আর এরপরেই একে একে ওয়াকিং ডেড, ঘোস্ট বাস্টার এবং হ্যারি পটারের মতো জনপ্রিয় সব সিরিজের অগমেন্টেড রিয়েলিটি নির্ভর গেম বাজারে আসতে থাকে। তবে এবারে বেশ বড়সড় পরিকল্পনা নিয়ে পোকেমন-গো এর প্রতিদ্বন্দ্বিতা করতে উন্মুক্ত হবার অপেক্ষায় আছে জুরাসিক ওয়ার্ল্ড অ্যালাইভ।

Source: The Verge

গেমার গেমটি খেলার সময় ডাইনোসরের সাথে প্রতিক্রিয়া, ডাইনোসর খুঁজে বেড়ানো আর ডাইনোসর সংগ্রহও করতে পারবেন। গেমটির ধাঁচ অনেকটা পোকেমন গো এর আদলে তৈরী।

নতুন নতুন ডাইনোসর খুঁজে পাওয়া যাবে ম্যাপের সাহায্যে। পাশাপাশি অন্য প্লেয়ারদের ডাইনোসরের সাথে মারামারি করার সুবিধা তো থাকছেই। এই গেমের আরো একটি মজার ফিচার হলো চাইলেই আপনি আপনার পছন্দের ডাইনোসরের সাথে তুলে নিতে পারবেন একটি ছবিও।

Source: Universal

পোকেমন গো এর সাথে গেমটির সবচেয়ে বড় পার্থক্য হলো ডাইনোসর খুঁজে বের করার জন্য আপনাকে শারীরিকভাবে হাঁটাহাঁটি করতে হবে না। আপনি ডিএনএ সংগ্রহ করার জন্য একটি ড্রোন ব্যবহার করতে পারবেন এবং তারপর ডিএনএ ব্যবহার করে সেই ডাইনোসর আনলক করতে হাইব্রিড ডাইনোসর সৃষ্টি করতে পারবেন। যদি আপনি সর্বশেষ জুরাসিক ওয়ার্ল্ড মুভিটি দেখে থাকেন, তাহলে নিশ্চিতভাবে এর প্রভাবটিও বুঝতে পারবেন। শুরুর দিকে নির্মাতারা ১০০টি ভিন্ন জাতের ডাইনোসর রাখবেন বলে জানিয়েছেন। তবে এর আপডেট আসতে থাকবে নিয়মিত।

কিন্তু কেবলমাত্র এটিই একটি গেম নয় জুরাসিক ওয়ার্ল্ড নিয়ে। গত বছর প্ল্যানেট কোস্টারের ডেভেলপাররা জুরাসিক ওয়ার্ল্ড ইভ্যলুশন নামের একটি গেম পিসি, এক্সবক্স ও পিএস৪ এর জন্য বাজারে আনার ঘোষণা দেয়।

এ বছরের ২২ জুন মুক্তি পেতে চলেছে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় মুভি জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম

এআর সমর্থিত আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গেমটি কবে মুক্তি পাবে সে ব্যপারে নির্দিষ্ট করে না জানালেও এই বসন্তের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে। প্রি রেজিস্ট্রেশন এবং ট্রেলার দেখা যাবে এখান থেকে।

ফিচার ইমেজ: enkafa

Related Articles

Exit mobile version