কী কী থাকছে স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাসে

  • স্যামসাং উন্মুক্ত করল তাদের বহুল প্রতীক্ষিত সর্বশেষ দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস।
  • ১৬ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে স্মার্টফোন দুটি। ২ মার্চ থেকে চালু করা হবে প্রি-অর্ডার।
  • আইফোন ১০ এবং গুগল পিক্সেল ২ এর প্রতিদ্বন্দ্বী হতে চলেছে নতুন এই ফোন দুটি।
  • তবে অতি উৎসাহীদের হতাশ হতে হচ্ছে, কারণ গ্যালাক্সি এস৮ এর সাথে তেমন বিশেষ কোনো পার্থক্য থাকছে না এস৯ কিংবা এস৯ প্লাসের।
  • মূলত ক্যামেরার দিকে জোর দেয়া হয়েছে দুই ফোনেই।

Source : The Verge

অনেক জল্পনাকল্পনা শেষে টেক জায়ান্ট স্যামসাং উন্মুক্ত করল তাদের সর্বশেষ দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস। গত রবিবার বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টায় স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি) এর মঞ্চে স্যামসাং মোবাইল বিভাগের প্রধান ডিজে কোহ উন্মুক্ত করেন ফোন দুটি। তবে এবারের আয়োজনে নতুন খুব বেশি কোনো আকর্ষণ প্রায় ছিল না। ঘন ঘন ছবি এবং ভিডিও ফাঁস আর ডিভাইস স্পেসিফিকেশন ফাঁস হওয়াতে মূল আয়োজনের আকর্ষণ অনেকটাই ঢাকা পড়ে যায়।

একনজরে দেখে নেয়া যাক এবারে বিশেষ কী কী থাকছে ডিভাইস দুটিতে।

স্ক্রিন

একেবারে বেজেলবিহীন পর্দার স্মার্টফোন দুটিতেও এস৮ এর মতো আকর্ষণীয় ভাব বজায় রাখা হয়েছে। ১৮.৫:৯ এর অতিরিক্ত লম্বা স্ক্রিন, যার ধারগুলো বাঁকানো। সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস। ৫.৮ ইঞ্চি (এস৯) এবং ৬.২ ইঞ্চি (এস৯ প্লাস) এর ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে ২৯৬০×১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা এস৮ এর থেকে আরো ঝকঝকে ছবি দিতে সক্ষম।

ক্যামেরা

ক্যামেরার দিকটি বেশ গুরত্বের সাথেই নেয়াতে গ্যালাক্সি এস৯ এ ব্যাক ক্যামেরাতে যুক্ত করা হয়েছে দুটি অ্যাপারচার। ১২ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে এফ ১.৫ এবং এফ ২.৪ অ্যাপারচার ব্যবহারের ফলে অনেক কম আলো বা দিনের আলোতেও আরো পরিষ্কার ছবি তোলা সম্ভব। স্যামসাং জানায়, এই প্রযুক্তির ফলে এস৮ এর তুলনায় সেন্সরে আরো ২৮ শতাংশ বেশি আলো প্রবেশ করবে। কিন্তু এস৯ এ থাকছে না ‘বোকেহ’ ফিচারটি। এতে থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Source : The Verge

অপরদিকে এস৯ প্লাসে থাকছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল লেন্স ক্যামেরা, যাতে থাকছে ‘ওআইএস’ এবং ‘বোকেহ’ ফিচার। ওআইএস থাকার ফলে ছবি তোলার সময় ডিভাইস কেঁপে উঠলেও ছবি আসবে একেবারে পরিষ্কার। ওয়াইড এঙ্গেলের ১২ মেগাপিক্সেল সেন্সর দুটিতে থাকছে এফ ১.৫ এবং এফ ২.৪ অ্যাপারচার সমৃদ্ধ ক্যামেরা, যেখানে টেলিফটো লেন্সটিতে ব্যবহার করা হয়েছে এফ ২.৪। বোকেহ ফিচার থাকার ফলে প্রায় ডিএসএলআর এর মতো ছবি তোলার অভিজ্ঞতা দিবে ডিভাইসটি। এস৯ এর মতো এস৯ প্লাসেও ব্যবহার করা হয়েছে এফ ১.৭ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যাপারচার অটো বা নিজের মতো ম্যানুয়ালি নিয়ন্ত্রণের সুবিধাও থাকছে।

কিন্তু এস৯ এবং এস৯ প্লাস- উভয় মডেলেই থাকছে বিশেষ এক ফিচার ‘স্লো মো ভিডিও’, যার সাহায্যে অনেক ধীর গতির ভিডিও ধারণে সক্ষম হবে ডিভাইস দুটি। এর মাধ্যমে সেকেন্ডে ৯৬০ ফ্রেমের ভিডিও ধারণ করা যাবে। ৭২০ পিক্সেলের ভিডিও ধারণ করা যাবে এই ফিচার ব্যবহার করে। ধারণকৃত ভিডিও GIF আকারে শেয়ার বা হোম ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যাবে।

Source : The Verge

পারফর্মেন্স এবং স্টোরেজ

অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন অ্যান্ড্রয়েড ৮ ওরিও সমৃদ্ধ ফোন দুটিতে ব্যবহার করে হয়েছে এক্সিনস ৯৮১০ অক্টা কোর প্রসেসর। আর যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহারকারীদের জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টা কোর প্রসেসর। এস৯ এ ৪ জিবি র‍্যাম আর ৬৪/১২৮/২৫৬ জিবির রম এবং এস৯ প্লাসে ৬ জিবি র‍্যাম আর ৬৪/১২৮/২৫৬ জিবির রম থাকায় ডিভাইস দুটি দিবে আপনাকে দারুণ পারফর্মেন্স। এস৯ এ ৩০০০ এমএএইচ এবং এস৯ প্লাসে থাকছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি, যা অনেকক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম।

অন্যান্য ফিচার

আইফোনে টেনের অ্যানিমোজির পর স্যামসাং নতুন ইন্টিগ্রেটেড ক্যামেরা অ্যাপ্লিকেশনে এআর ইমোজি ব্যবহার করেছে। আপনার ছবি তোলার পর সেটিকে একটি থ্রিডি আনিমেশন স্টিকার বা ইমোজিতে পরিণত করা হবে। অ্যাপটি ১৮টি অ্যানিমেটেড GIF স্টিকার তৈরি করে, যা মেসেজিং অ্যাপগুলোতে ব্যবহারের জন্য কীবোর্ডে থাকবে। আপনি চুল, চশমা এবং বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি আপনার চেহারা কাস্টমাইজ করতে পারেন। স্যামসাংয়ের এআর ইমোজি বেশিরভাগই অ্যানিমোজির মতো নয়, কিন্তু এটি থ্রিডি বিটমোজির মতো অনেকটা।

Source : The Verge

ফোন দুটোই ধুলা এবং পানি প্রতিরোধী আর তারবিহীন চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। ১.২ জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট গতি তুলতে সক্ষম ডিভাইস দুটি। ৩.৫ এমএম অডিও জ্যাক, ডুয়াল স্টেরিও অডিও এবং ডলবি অ্যাটম অডিও প্রযুক্তি দিবে দারুণ মিউজিক অভিজ্ঞতা। এছাড়াও থাকছে উন্নত বিক্সবি ফিচার, যা লাইভ ট্রান্সলেশনে সক্ষম। এর সাহায্য ছবি থেকে বস্তু শনাক্তকরণ, এমনকি বিদেশী ভাষাও অনুবাদ করা যাবে। এস৮ এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে সরিয়ে এস৯ ও এস৯ প্লাসে জায়গা দেয়া হয়েছে ক্যামেরার নিচে। এছাড়াও থাকছে ডেক্স প্যাড এবং ডেক্স স্টেশন, ফেসিয়াল রিকগনিশন ও আইরিশ স্ক্যানার।

গ্যালাক্সি এস৯ চারটি রঙে পাওয়া যাবে- মিডনাইট ব্ল্যাক, মিডনাইট ব্লু, টাইটেনিয়াম গ্রে এবং লাইলাক পারপল। এস৯ এর দাম রাখা হয়েছে ৭২০ ইউএস ডলার এবং এস৯ প্লাস ৮৪০ ইউএস ডলার।

ফিচার ইমেজ : Youtube

Related Articles

Exit mobile version