সিরিয়ার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হামলা: দশ বছর পর দায় স্বীকার করল ইসরায়েল

  • ২০০৭ সালে সিরিয়াতে নির্মাণাধীণ পারমাণবিক চুল্লীতে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল।
  • সে সময় সিরিয়া উত্তর কোরিয়ার সাহায্য পারমাণবিক অস্ত্র নির্মাণের চেষ্টা করছিল, যদিও সিরিয়া তা অস্বীকার করে।
  • ইরানের পারমাণবিক কর্মসূচীর প্রতি হুমকি দেওয়ার অংশ হিসেবেই ইসরায়েল এ তথ্য প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

২০০৭ সালে সিরিয়াতে নির্মাণাধীন একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। ঘটনার ১০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ঐ হামলার দায় স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর রাতে ইসরায়েলি বিমানবাহিনীর আটটি এফ-১৬ এবং এফ-১৫ বিমান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪৫০ কিলোমিটার দূরবর্তী দীর আজ-জুর প্রদেশের আল-কিবার ফ্যাসিলিটিতে নির্মাণাধীন পারমাণবিক চুল্লীর উপর আক্রমণ করে তা ধ্বংস করে দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল তার শত্রুদের হাতে পারমাণবিক অস্ত্র যাওয়া বন্ধ করতে বদ্ধ পরিকর ছিল। গতকাল এক টুইট বার্তায় তিনি বলেন, ইসরায়েলি সরকার, ইসরায়েলি ডিফেন্স ফোর্স এবং মোসাদ সিরিয়াকে পারমাণবিক সক্ষমতা অর্জন করা থেকে নিবৃত করেছে। তারা পূর্ণ প্রশংসা পাওয়ার যোগ্য।

অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, আইডিএফ জানিয়েছে, ২০০ সালের শেষের দিকে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় যে, সিরিয়া কোনো একটি বিদেশী শক্তি, খুব সম্ভবত উত্তর কোরিয়ার সাহায্যে পারমাণবিক চুল্লী নির্মাণের চেষ্টা করছে। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের গোয়েন্দারা পারমাণবিক চুল্লীটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং ২০০৭ সালে চুল্লীটি সক্রিয়া হওয়ার পূর্বেই তা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। অভিযানটির নাম ছিল ‘অপারেশন আউট অফ দ্য বক্স’ এবং এটি স্থায়ী হয়েছিল মাত্র চার ঘন্টা।

উল্লেখ্য, সে সময় বা তার পরেও সিরিয়া কখনো স্বীকার করেনি যে তারা পারমাণিক চুল্লী নির্মাণের চেষ্টা করছিল। ইসরায়েলের আক্রমণের পর সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, ইসরায়েল কিছু অব্যবহৃত সামরিক স্থাপনার উপর হামলা চালিয়েছে, কিন্তু এতে সিরিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ২০১১ সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রথমবারের মতো দাবি করেছিল, ইসরায়েলের আক্রমণের স্থানটি ছিল নির্মাণাধীন পারমাণবিক চুল্লী।

ইসরায়েল স্বীকার না করলেও সবাই জানত, ঐ হামলাটি ইসরাইলই করেছিল। কিন্তু দীর্ঘ ১১ বছর এ সময়ে এসে ইসরায়েল কোনো উপলক্ষ্য ছাড়াই হঠাৎ এ তথ্য এবং এ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করল। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে ইরানের প্রতি ইসরায়েলের একটি সতর্কবার্তা এবং তাদের সক্ষমতার প্রদর্শনী।

ফিচার ইমেজ- The Daily Beast

Related Articles

Exit mobile version