স্পাই স্টোরিজ (৩): এক অতি-আত্মবিশ্বাসী স্পাই যেভাবে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল মার্কিন সরকারকে
এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে রোর বাংলার লেখক মোজাম্মেল হোসেন ত্বোহার বই ‘স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি’। বইটির একটি গল্প আমরা প্রকাশ করছি রোর বাংলার পাঠকদের জন্য। তিন পর্বে প্রকাশিত গল্পটির দ্বিতীয় পর্ব এটি।