সম্রাট আকবরের গুজরাট বিজয়
প্রাচীনকাল থেকেই বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা গুজরাটের বন্দরগুলো ছিলো হিন্দুস্তানের মূল ভূখণ্ড থেকে অন্যান্য মুসলিম ভূখণ্ডের সাথে যোগাযোগের সহজ একটি মাধ্যম।তাছাড়া গুজরাটের রাজনৈতিক অবস্থাও সেসময় স্থিতিশীল ছিলো না। যেহেতু গুজরাট পূর্বেও কিছুদিন মুঘল শাসনের আওতায় ছিলো, তাই আকবর চাচ্ছিলেন, এই সুযোগে পুনরায় গুজরাটকে মুঘল শাসনাধীনে নিয়ে আসতে।