রহস্যময় শনির জগতে ক্যাসিনি: নতুন কী কী জানতে পারলাম আমরা?
সাত বছর সময় নিয়ে শনির কক্ষপথে পৌঁছানোর পর সুদীর্ঘ আরও তেরো বছর যাবত ক্যাসিনি সেখানে মিশন চালিয়ে গেছে। অর্থাৎ পূর্বপরিকল্পিত চার বছরের বাইরেও তার কার্যক্রম আরও নয় বছরের জন্য সম্প্রসারিত করা হয়েছিল। এ অভিজ্ঞতা অবশ্যই ভবিষ্যতের মহাকাশযাত্রাকে আরও সাফল্য এনে দেবে।