আটিলা দ্য হান: ধ্বংসের প্রতিভূ এবং দিগ্বিজয়ী এক নির্মম নৃপতির গল্প
দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিজ খান, তৈমুর লং থেকে শুরু করে বাবর-আকবরের কথা ইতিহাসে যতটা উঠে এসেছে, কেন যেন সেভাবে উঠে আসেনি একইরকম পরাক্রমশালী আরেকজন দিকজয়ীর গাথা। তিনি আটিলা দ্য হান। নিজেকে যিনি পরিচয় দিতেন ‘স্কার্য অফ গড’নামে। তিনি আটিলা দ্য হান।