যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবরোধ: কোন পথে ইরান?

গত জুলাইয়ের কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘‘পুনরায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না। যদি হুমকি দেওয়া হয়, তাহলে তুমি এমন ফল ভোগ করবে, যার নজির ইতিহাসে খুব সামান্যই আছে।’’

ট্রাম্পের হুমকির প্রকৃত উদ্দেশ্য পুরোপুরি বোঝা সম্ভব নয়। তবে কিছুটা আঁচ করা যায় তার নিরাপত্তা উপদেষ্টা ও ইরাক যুদ্ধের অন্যতম ক্রীড়ানক জন বোল্টনের কথায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন সরাসরি বলেছিলেন, ‘‘আমাদের লক্ষ্য হওয়া উচিত ইরানের সরকার পরিবর্তন।’’

আর সেই মনোভাবের ফল ইরানের ওপর সাম্প্রতিক একপাক্ষিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিষ্কার: ‘‘আমাদের কথামতো চলো। নতুবা তুমি টিকতে পারবে না রুহানি।’’

কিন্তু নিষেধাজ্ঞার মাধ্যমে কি আসলেই চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প? ইরান কি টিকে থাকতে পারবে সংকট মোকাবিলা করে? আন্তর্জাতিক অর্থনীতি এবং রাজনীতিতে ইরানের ওপর নিষেধাজ্ঞার ভূমিকা কী হবে? আজ রোর বাংলা ইনসাইটে আমরা আলো ফেলব সেই রহস্যের উপর।

This is video about United States sanctions against Iran refer to economic, trade, scientific and military sanctions against Iran, which have been imposed by the U.S. Office of Foreign Assets Control, or by the international community under U.S. pressure through the United Nations Security Council.

Featured Image: Jakaria Hasan/Roar Bangla

Related Articles

Exit mobile version