প্রতিটি ঘটনার বিপরীত বা একাধিক সম্ভাবনা একইসময়ে কিভাবে থাকতে পারে, বা তাদের পরস্পর মুখোমুখি হওয়া সাপেক্ষে কি হতে পারে, এ সকল প্যারাডক্স নিয়ে বিতর্ক রয়েই গিয়েছে। এ সকল বিতর্ককে সহজে ব্যাখ্যা করা যায় সম্ভবত কোয়ান্টাম ফিজিক্সের অন্যতম বিখ্যাত পরীক্ষণের মাধ্যমে, যা স্রোডিঞ্জারের বেড়াল পরীক্ষণ নামে সর্বাধিক পরিচিত।