একদিকে রিয়াল, বার্সা, লিভারপুল, ম্যানসিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, চেলসি, ম্যানইউ, টটেনহ্যাম, জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের মতো দুনিয়া কাঁপানো ক্লাব, আর অন্যদিকে ফিফা উয়েফা, সিরি-আ, প্রিমিয়ার লিগ- নতুন ইউরোপীয় সুপার লিগের ঘোষণার পর মুখোমুখি দাঁড়িয়ে গেছে ফুটবলের রথী-মহারথীরা। আপনার কি মনে হয়, ফুটবলের জন্য লাভজনক হবে এই উদ্যোগ? নাকি তা হবে ফুটবলের ক্ষতির কারণ?