স্ক্রিনশট নিলেই ছবির মালিককে জানিয়ে দেবে ইনস্টাগ্রাম!

  • ছবি এবং ভিডিও শেয়ারিং জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রাম স্ক্রিনশট অ্যালার্ট চালু করতে যাচ্ছে ব্যবহারকারীর স্টোরি ফিচারে।
  • এর মাধ্যমে আপনি যদি কারো স্টোরির স্ক্রিনশট নেন তবে সেই ব্যবহারকারী টের পাবেন আপনি তার কোন ছবিটির স্ক্রিনশট নিলেন।
  • পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সেবাটি। তাই শুরুতেই সবাই পাবেন না এই বিশেষ সুবিধা।

পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে সেবাটি; Source: The Verge

ইনস্টাগ্রামে স্টোরিগুলো স্বয়ংক্রিয়ভাবে চব্বিশ ঘণ্টার পর মুছে দেওয়া হয়, তবে স্ক্রিনশট কিংবা স্ক্রিন-রেকর্ডিংয়ের মাধ্যমে এতদিন খুব সহজেই যে কেউ সেগুলোর রেকর্ড রাখতে পারত গোপনীয়ভাবে। কিন্তু এখন থেকে আর তা সম্ভব হচ্ছে না। কারণ, যে স্ক্রিনশট নিচ্ছে বা যার নেওয়া হচ্ছে উভয়েই সতর্কবার্তা পাবেন।

Source: Twitter

এই ফিচারটি এখনো ইনস্টাগ্রাম সবার জন্য উন্মুক্ত করেনি, কারণ এখনও এটির উন্নয়ন কার্যক্রম চলছে। এর মাধ্যমে ফিচারটি সম্পর্কে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখছে ইনস্টাগ্রাম।

যে ব্যবহারকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা স্টোরি দর্শকদের তালিকায় গিয়ে তাদের ছবির স্ক্রিনশট গ্রহণকারীর নামের পাশে একটি নতুন ক্যামেরা শাটার লোগো (দেখতে অনেকটা সূর্যের মত) দেখতে পাবেন। কিন্তু এর জন্য তারা কোনো আলাদা ‘নোটিফিকেশন’ পাবেন না। যখন কেউ তাদের স্টোরির স্ক্রিনশট নেবে, তখন এটি কেবল স্টোরি দর্শকদের তালিকায় প্রদর্শিত হবে।

ছবির স্ক্রিনশট গ্রহণকারীর নামের পাশে একটি ক্যামেরা শাটার লোগো (দেখতে অনেকটা সূর্যের মত) দেখা যাবে; Source : Independent.co.uk

ইনস্টাগ্রাম ছাড়াও স্ন্যাপচ্যাট এর আগে থেকেই এই সুবিধাটি চালু রেখেছে। সেখানে প্রাপক আপনার ছবির একটি স্ক্রিনশট গ্রহণ করলে ইমেজ প্রেরককে তা জানিয়ে দেয়া হয়। প্রকৃতপক্ষে, এটি এমন একটি কারণ, যার জন্য অ্যাপটি এত জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্যবহারকারীদের এই ফিচারটি বেশ ভালো লাগার কারণ হলো তারা জানতে পারেন যে তাদের ছবিগুলো সংরক্ষণ করা হচ্ছে।

ইনস্টাগ্রামের একজন মুখপাত্র জানান,

“আমরা সবসময় ইনস্টাগ্রামে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার উপায়গুলো পরীক্ষা করছি যাতে আমরা আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মুহূর্তগুলো ভাগাভাগি করা সহজ করে তুলতে পারি।”

এর আগে থেকে ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজ বক্সে কারো মেসেজের স্ক্রিনশট নিলে তা জানিয়ে দেওয়ার সুবিধা দিয়ে আসছিল জনপ্রিয় এই প্লাটফর্মটি। সম্প্রতি স্টোরি ফিচারেও এই সুবিধা যোগ করার ফলে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। অনেকের মতে, এর ফলে স্টোরিগুলো আগের তুলনায় কম মানুষ দেখবেন। পরীক্ষামূলকভাবে চালুর পর যারা এই সুবিধা পাচ্ছেন তারা তাদের টুইটার একাউন্টে তাদের মন্তব্য জানান।

ফিচার ইমেজ: Business Insider

Related Articles

Exit mobile version