প্লেটোর সিম্পোজিয়াম: জীবনসঙ্গী হিসেবে কেন সোলমেট খুঁজি আমরা?
এগিয়ে এলেন জিউস। মানবদেহকে দ্বিখণ্ডিত করার মধ্যে দিয়ে তাদের অহংকার চূর্ণ করার নির্দেশ দিলেন পুত্র অ্যাপোলোকে। একই সাথে, পরবর্তীতে এমন কোনো ধৃষ্টতা দেখালে, আবারও মানবদেহ অর্ধেক করে ফেলার প্রতিজ্ঞা করলেন তিনি। এ ঘটনার ফলে, মানবজাতি যেমন দুর্বল হলো, একই সাথে দেবতাদের আরাধনা করার মানুষের সংখ্যাও বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেল।