বাংলায় নারী জাগরণে এবং ক্ষমতায়নে যাঁরা কাজ করে গেছেন তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন ড. নীলিমা ইব্রাহিম। তিনি একাধারে ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক এবং সমাজকর্মী। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনে তাঁর অবদান এবং ‘আমি বীরাঙ্গনা বলছি’ বইয়ের মাধ্যমে এসকল নারীদের সংগ্রাম যেভাবে তুলে ধরেছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি- সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন এই মহীয়সী নারী।