হুগলী নদীর তীরে ১৭৫৭ সালের ২৩ জুন এ যুদ্ধ অনুষ্ঠিত হয়। সিরাজউদ্দৌলার পক্ষে ছিল ৫০ হাজার সেনা, ৪০টি কামান আর ১০টি যুদ্ধের হাতি। কিন্তু ক্লাইভের ছিল কেবল ৩০০০ সেনা। তবে আগেই নবাবের সেনাপতি মীরজাফরকে ক্লাইভ ঘুষ দেয়ায় যুদ্ধে বিজয় হয় লর্ড ক্লাইভেরই।
Featured Image: Wikipedia