কঙ্কাল হ্রদের অজানা রহস্য

সময়টা ১৯৪২ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। ভারত উপমহাদেশেও ব্রিটিশরা সদাসতর্ক জাপানি আগ্রাসনের হুমকিতে।

হিমালয়ের পার্বত্য এলাকাতে প্রায় ষোল হাজার ফুট উচ্চতায় রোজকার মতো টহলে বেরিয়েছেন মাধওয়াল নামে এক বনরক্ষী। শীত শেষ হয়ে এসেছে, তুষার গলে পথঘাট আবার হয়ে উঠছে চলাচলের জন্যে উপযুক্ত। সুতরাং বেশ ফুরফুরে মন নিয়েই চলছেন তিনি।

মাধওয়ালের পথে পড়ে রূপকুণ্ড হ্রদ। বছরের বেশিরভাগ সময়েই হিমালয়ের ঠাণ্ডায় জমে থাকে এর পানি। বাকি সময় বরফ গলে স্বচ্ছ টলটলে এই হ্রদ তার সমস্ত সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়। চলার পথে এই সৌন্দর্য খুব একটা দেখা হয় না মাধওয়ালের। কিন্তু আজ কী এক অজানা কারণে তার দৃষ্টি গিয়ে পড়ল রূপকুণ্ডের দিকে। সাথে সাথেই গায়ে কাঁটা দিয়ে উঠল। পানির নিচে কী দেখা যাচ্ছে? হাড়গোড় না?

Roopkund is a high altitude glacial lake in the Uttarakhand state of India. It lies in the lap of Trishul massif. Located in the Himalayas, the area around the lake is uninhabited and is roughly at an altitude of 5,020 metres, surrounded by rock-strewn glaciers and snow-clad mountains.

Related Articles

Exit mobile version