বৈষম্যের রকমফের হিসাবে লেখিকা দেখিয়েছেন, কীভাবে মিশ্র বর্ণ ও আর্থিক কারণে সামাজিকভাবে নিগৃহীত ও বিচ্ছিন্ন হয় অ্যান্টোইনেটের পরিবার। দেখিয়েছেন, দাসপ্রথা যেমন পাল্টে দিয়েছে হাজার হাজার কালো মানুষের জীবন, তেমনি এর বিলুপ্তিও চড়া মূল্য নিয়েছে সাধারণ দাস ও মালিক উভয়ের কাছ থেকে। কিন্তু এতসবের মধ্যেও একজন স্বজাতীয় নারী হিসাবে লেখিকা দেখিয়েছেন কীভাবে নানা সামাজিক নিয়ম-কানুন, সামাজিক ভণ্ড অনুশাসন মেয়েদের জীবনকে দলিত করছে চিরকাল ধরে।