রেকর্ড গড়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো শ্রীলঙ্কা

২০১৭ সালের ৪ঠা এপ্রিল নিজেদের মাঠ কলোম্বোতে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাত বল হাতে রেখে ছয় উইকেটের জয় পেয়েছিল শ্রীলঙ্কা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীর বাংলাদেশের কাছে ৪৫ রানে পরাজিত হয়েছিলো শ্রীলঙ্কা। ঐ ম্যাচের পর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে একটি টি-টুয়েন্টি ম্যাচে সাত উইকেটে পরাজিত হয়েছিলো তারা। পাকিস্তান এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে একাধারে আটটি টি-টুয়েন্টি ম্যাচে পরাজিত হয় শ্রীলঙ্কা। তাদের পরাজয়ের ধারা শুরু হয়েছিলো বাংলাদেশের বিপক্ষে এবং সেটি শেষ হয়েছে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই। একাধারে সবচেয়ে বেশি টি-টুয়েন্টি ম্যাচ পরাজিত হওয়ার লজ্জার রেকর্ড জিম্বাবুয়ের দখলে। তারা টানা ১৬টি টি-টুয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছিলো। এরপর টানা ১২টি পরাজয় নিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে। নয়টি পরাজয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় স্থানে আছে।

ব্যাটসম্যানদের দাপটে রেকর্ড গড়ে জয় পেলো শ্রীলঙ্কা; Image Source – Associated Press

গতকাল মিরপুরে রেকর্ড গড়েই হারের বৃত্তের বাইরে গিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। পূর্বের রেকর্ড ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৭ সালের ১৯শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আসেলা গুণারত্নের ৮৪* রানের অনবদ্য ইনিংসের উপর ভর শেষ বলে দুই উইকেটের জয় পেয়েছিলো শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। এর আগের ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দুই বল এবং ছয় উইকেট হাতে রেখে টপকে গিয়েছিল। টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়ার তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দুবারের টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের দখলে। তারা ২০১৫ সালে জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৩২ রানের লক্ষ্য টপকে গিয়েছিল চার উইকেট এবং চার বল হাতে রেখে।

ফিচার ইমেজ – Associated Press

Related Articles

Exit mobile version