একটাই চাওয়া, সবাই দলের জন্য খেলুক: মুমিনুল হক
সাদা পোশাকে ব্যাট হাতে অনেকবারই সৌরভ ছড়িয়েছে তার ব্যাট। এবার ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্বের গুরুভারও এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাত বছরের বিচরণেই অধিনায়ক হওয়ার গৌরব সঙ্গী হয়েছে মুমিনুলের। বাংলাদেশের টেস্ট অধিনায়কদের পরিবারে ১১তম সদস্য কক্সবাজারের এই তরুণ। ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মুমিনুলের যুগ শুরু।